ঢাকা : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
রোববার সকালে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেট রেখে যায়।
পরে প্যাকেটটি খুলে একটি সাদা কাফনের কাপড় পাওয়া যায় বলে জানিয়েছেন জাসদের সহ-দফতর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
তিনি গণমাধ্যমকে বলেন, কাফনের কাপড়ের ওপর লাল কালিতে লেখা- ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। এছাড়া আরবি হরফেও কিছু কথা লেখা রয়েছে।
বিষয়টি পুলিশকে জানানোর পর দুপুরে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। আলামত হিসেবে কাফনের কাপড় ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি (জডি) করবে বলে জানান সাজ্জাদ হোসেন।
এক প্রশ্নের জবাবে সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের মতো করে ব্যবস্থা নিতে বলেছেন।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম