ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত সাক্ষাৎ করেছেন।
এ সময় এদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশকে তিনি এশিয়ার ‘উদীয়মান অর্থনৈতিক বাঘ’ বলে মন্তব্য করেন।
রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদ ইজ্জাত।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশকে এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে উল্লেখ করেছেন মিসরের বিদায়ী রাষ্ট্রদূত।
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মাহমুদ ইজ্জাত বলেছেন, তার দেশ বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রাক্কলিত প্রবৃদ্ধি ৭.০৫ ভাগকে অভাবনীয় হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, মিসরের বিদায়ী রাষ্ট্রদূত শেখ হাসিনাকে ক্যারিশম্যাটিক লিডার হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের চর্চার ফলে জীবনমানের উন্নয়ন সম্ভব হয়েছে।
শেখ হাসিনা এসময় তার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। বাংলাদেশের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকাণ্ড, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম