রবিবার, ১২ জুন, ২০১৬, ০৬:২৩:৪৮

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ জুন থেকে!

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ জুন থেকে!

ঢাকা : ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২১ জুন থেকে বিক্রি হতে পারে ট্রেনের অগ্রিম টিকিট।  ২৫ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।  

টিকিট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  ১৫ জুন এ বিষয়ে রেলওয়ে থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জানা গেছে, অন্যান্য বছর ঈদের ঠিক পাঁচদিন আগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।  তবে এবার ১০ দিন আগে থেকে এ কার্যক্রম শুরুর চিন্তাভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।  এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ২১ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের টিকিট।  এ ধারাবাহিকতায় ২৫ জুন বিক্রি হবে ৫ জুলাইয়ের টিকিট।  

৬ জুলাইকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে নেয়া হয়েছে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৮ জুন।  সেদিন পাওয়া যাবে ৮ জুলাইয়ের টিকিট।  এ ধারাবাহিকতায় ১২ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ২ জুলাই।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে