ঢাকা : ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, যেভাবে একটার পর একটা মানুষ হত্যা করে খুনিরা চলে যাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এমন মন্তব্যের জন্য কিছুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হবে গণবিচ্ছিন্ন মন্ত্রী।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত ‘কল্পনা চাকমা অপহরণের ২০ বছর বিচারহীনতার সংস্কৃতির অবসান কবে’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, বিচারহীনতা, হত্যা ও গুমের প্রতীক কল্পনা চাকমা। ৪০ বছর পরে যুদ্ধাপরাধীর বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারলে কল্পনা চাকমা হত্যার বিচার কেন হবে না?
তিনি বলেন, অপশক্তির বিরুদ্ধে প্রতীক হয়ে থাকবে কল্পনা চাকমা। তার জীবনীর নানান দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
ক্ষোভ প্রকাশ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, যেভাবে দেশে অন্য ধর্মের লোকদের ওপর হামলা হচ্ছে, তাই রাষ্ট্র এখন ঘাতকের সহযোগীতে পরিণত হয়েছে।
পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হচ্ছে না। কারণ স্বাধীনতাবিরোধী চক্র পার্বত্য অঞ্চল নিয়ে পাকিস্তানিদের মতো করতে চাচ্ছে। এ কারণেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না।
এতে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা।
বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক পার্বতী রায়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেরিন্টন চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ২০তম দিবস। ১৯৯৬ সালের এদিনে দিবাগত রাত দেড়টা হতে দুটার মধ্যে রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার নিউলাল্যাঘ্যোনা গ্রামের নিজ বাড়ি থেকে ‘হিল উইমেন্স ফেডারেশনের’ তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের শিকার হন।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম