ঢাকা : সংসদ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অনুপস্থিত থাকায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।
রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অধিবেশন কক্ষে অর্থমন্ত্রী নেই। অর্থ প্রতিমন্ত্রীও নেই। কে জবাব দেবে?
তিনি বলেন, কার কাছে এসব কথা বলব? এখানে কথা বলা আর আকাশের সঙ্গে কথা বলা একই কথা।
শুধুমাত্র একটি ব্যাংক সরকারি মালিকানায় রেখে অন্যগুলো বেসরকারিকরণের প্রস্তাবও দেন তিনি। এ সময় অনুপস্থিত থাকলেও অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান পরে বৈঠকে যোগ দেন।
রোববার সকাল পৌণে এগারটায় বাজেট আলোচনার তৃতীয় দিনের বৈঠক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয়।
আলোচনায় অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (আব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক চিফ হুইপ আবদুস শহীদ, আবদুর রহমান, মোসলেম উদ্দিন, কামাল আহমেদ মজুমদার, শফিকুল ইসলাম শিমুল, সফুরা বেগম, কাজী রোজী, এ কে এম ফজলুল হক ও হাবিবুর রহমান।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম