রবিবার, ১২ জুন, ২০১৬, ০৮:৫৩:৩১

সাবধান, অবৈধ কলে সিমপ্রতি জরিমানা ৪ হাজার টাকা!

 সাবধান, অবৈধ কলে সিমপ্রতি জরিমানা ৪ হাজার টাকা!

ঢাকা : সাবধান, অবৈধ কল টার্মিনেশনের কাজে ব্যবহৃত সিম বন্ধ না হলে প্রত্যেক সিম/রিমের জন্য জরিমানা করা হবে ৪ হাজার টাকা।  

এ ছাড়া চিহ্নিত সিম দিয়ে অবৈধ কল টার্মিনেশনের কাজ অব্যাহত থাকলে প্রতি ঘণ্টায় অতিরিক্ত আরো ৪০০ টাকা করে জরিমানা গুনতে হবে।

বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের পরিচালক মো. ইয়াকুব আলী ভুঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সম্প্রতি মোবাইল অপারেটর প্রধান নির্বাহীদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সিম বক্স ডিটেকশন (এসবিডি) সিস্টেমে অবৈধ কল টার্মিনেশনে ব্যবহার করা সিম/রিম চিহ্নিত করার দু'ঘণ্টার মধ্যে তা বন্ধ করবে সংশ্লিষ্ট অপারেটর।

তবে অবৈধ কল টার্মিনেশনে ব্যবহৃত সিম অপারেটররা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে