রবিবার, ১২ জুন, ২০১৬, ১১:৫৬:২৯

ডাকসু নির্বাচন দিন : ওবায়দুল কাদের

ডাকসু নির্বাচন দিন : ওবায়দুল কাদের

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের দু'দিনব্যাপী 'বর্ধিত সভা ও কর্মশালা ২০১৬'-এর উদ্বোধনকালে এ দাবি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য, নেতৃত্ব বিকাশের জন্য ডাকসুর নির্বাচন দেয়া উচিত।  কিন্ত আজ তা বন্ধ হয়ে আছে।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ডাকসুর নেতা তৈরির প্রোডাকশনটা আমাদের খুলে দেয়া উচিত।  ছাত্রনেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি করার জন্য চালু হওয়া উচিত।

তিনি বলেন, ক্যাম্পাসে মাঝে মাঝে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, সেটি এড়াতেও ডাকসুর নির্বাচন দরকার।  তবে সুস্থ নির্বাচন হতে হবে।

এ নির্বাচনের ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অনুরোধও জানান ওবায়দুল কাদের।

দেশের বর্তমান রাজনীতির প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, দেশের রাজনীতি অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোক দ্বারা আঁকড়ে আছে।  রাজনীতিতে এখন শিক্ষাগত যোগ্যতার কারচুপির ঢল নেমেছে।

ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।  ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্রনেতাকেও আকর্ষণীয় হিসেবে তৈরি হতে হবে। যেন সাধারণ ছাত্রছাত্রীদের কাছে নিজেকে আদর্শ ও রোলমডেল রূপে পৌঁছাতে পারে।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, বক্তৃতায় ছাত্রলীগ নেতাদের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে ছাত্র ও শিক্ষা সমস্যা নিয়ে কথা বলতে হবে।  তাতে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করানো যাবে।

সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ইস্যু টেনে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশি মিত্রদের সাথে সরকারের সম্পর্ক নষ্ট করা।  বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা।  এটির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'

দিনব্যাপী বর্ধিতসভায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এমপি, এনামুল হক শামীম, সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার প্রমুখ।

বর্ধিতসভায় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে