ঢাকা : আন্তঃরাষ্ট্র সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এগিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। বরাবরই তাদের এমন কৌশলে দেখা গেছে।
বিগত রাষ্ট্রদূতদের মতো পাবলিক ডিপ্লোমেসি কৌশল এগিয়ে নিচ্ছেন বর্তমান রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও।
গত ৩ রমজান বার্নিকাট ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান শেফা ইনস্টিটিউটের এতিম শিশুদের সঙ্গে ইফতার ও নৈশভোজ করেন। সেখানে তিনি তাদের সঙ্গে আন্তরিক সময় কাটান এবং সানন্দে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ওই অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করা হয়।
এতে দেখা যায়, একটি শিশু বার্নিকাটকে হিজাব পরিয়ে দিচ্ছেন। এরপর হিজাব পরে শিশুদের সঙ্গে ছবিও তোলেন তিনি। ছবিতে বেশ হাস্যেজ্জ্বল দেখা যাচ্ছে বার্নিকাটকে।
১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম