ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যেদিন মৃত্যু আছে, সেদিন ঘরের ভেতর লুকিয়ে থাকলেও মৃত্যু হবে। আমার বয়সও সত্তরের কোটায়। আমার দিন শেষ।
কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি দেয়া প্রসঙ্গে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাকে যারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি দিচ্ছে, তারা আসলে বাংলাদেশের পরিস্থিতিতে একটা খবর তৈরি করার চেষ্টা করছে।
ইনু বলেন, আমি মৃত্যুভয়ে ভীত নই। একজন মুসলমান হিসেবে মনে করি, হায়াত-মউত আল্লাহর হাতে। যারা আমার মৃত্যুর দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন, তারা খোদার ওপর খোদগারি করছেন।
তিনি বলেন, জঙ্গিদের হাতে মৃত্যু থাকলে আমি সেটা ঠেকাতে পারব না। তবে সাবধান থাকার দরকার, সাবধান আছি।
তথ্যমন্ত্রী বলেন, আমি যে কয়দিন বেঁচে আছি, সে কয়দিন মিতু আর পুরোহিতদের মতো সাধারণ মানুষ যাতে মারা না যায়, সেই ব্যবস্থা করে যাব।
উল্লেখ্য, গত রোববার সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দেয়া হয়। জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেটে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায়।
১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম