নিউজ ডেস্ক:হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন সাধারণ হজ এজেন্সির মালিকরা। দুর্নীতির সঙ্গে জড়িত হাব নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। মঙ্গলবার ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের সঙ্গে দেখা করে মালিকরা হাব নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
সোমবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে এজেন্সি মালিকদের এক মতবিনিময় সভায় এজেন্সি মালিক ও হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহম্মদ এসব অভিযোগ করেন।
তিনি বলেন, হজ ব্যবস্থাপনার দুর্নীতির সঙ্গে জড়িত বর্তমান হাব সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লাহ। তাদের দুর্নীতির কারণে আল্লাহর মেহমানরা অবর্ণনীয় কষ্ট পাচ্ছেন। এখনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া না হলে চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের বিপর্যয় হবে।
এসময় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের বলেন, হাবের বর্তমান কমিটি বিগত হজ মৌসুমগুলোতে হাজিদের নামে জমা হওয়া মোয়াল্লেম ফি’র অব্যবহৃত মোটা অংকের তহবিল আত্মসাতের চেষ্টা করছেন। এছাড়া হাবের অ্যাকাউন্টে থাকা গত বছরের অতিরিক্ত পাঁচ হাজার হাজির টাকা ও গত চার বছরের বাড়ি ভাড়া এখনো ফেরত না দিয়ে হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে। টাকা চাইলে এজেন্সি মালিকদের ভয় ভীতি দেখানো হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন এজেন্সি মালিক গোলাম ফারুক, আব্দুস সোবহান ভুইয়া হাসান, সৈয়দ গোলাম সরওয়ার, কে এইচ এম তাজুল ইসলাম, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ।
তবে সাধারণ হজ এজেন্সি মালিকদের অভিযোগ অস্বীকার করেছেন হাব মহাসচিব শেখ আবদুল্লাহ। তিনি বাংলামেইলকে বলেন, গত বছরের অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর বিষয়ে ধর্মমন্ত্রী ১০ সদস্যের কমিটি করে দিয়েছিলেন। কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। বরং জামাল উদ্দিনই হাজিদের জন্য উঁচু পাহাড়ে বাড়ি ভাড়া করেছিলেন। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। এগুলো ঢাকতেই জামালউদ্দিনরা এ অভিযোগ করছেন।
প্রসঙ্গত, হজ মওসুমে টিকিট বিক্রিতে সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে সিন্ডিকেট করে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। তাদের অনলাইন সিস্টেম ব্লক করে চার-পাঁচটি নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিকে সুবিধা দেয়া হয়। এ নিয়ে হাব ও আটাব এর দ্বন্দ্ব বহু পুরনো। এসবের কারণে প্রায় প্রতিবছরই কমবেশি দুর্ভোগের শিকার হতে হয় হজযাত্রীরা।-বাংলামেইল
১৪জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম