মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৪:১৭:৩২

‘হোটেল সোনারগাঁওয়ে ইফতার মাহফিলের জায়গা হলো না জামায়াতের’

‘হোটেল সোনারগাঁওয়ে ইফতার মাহফিলের জায়গা হলো না জামায়াতের’

ঢাকা : হোটেল ওয়েস্টিনের পর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হোটেল সোনারগাঁওয়ে আগামী ২৫ জুন ইফতার মাহফিল আয়োজন করার কথা ছিল।  কিন্তু হোটেল সোনারগাঁওয়ে ইফতার মাহফিলের জায়গা হলো না জামায়াতের।

হোটেল কর্তৃপক্ষ ইফতার মাহফিলের অনুমতি বাতিল করেছে বলে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে ডা. শফিক বলেন, অদৃশ্য শক্তির ইশারায় পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের মত একটি শান্তিপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বাতিল করায় আমরা বিস্মিত, স্তম্ভিত।  

তিনি বলেন, জামায়াতে ইসলামী যুগ যুগ ধরে প্রতি বছরই পবিত্র রমজান মাসে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ এবং দেশের রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে।  কিন্তু এ বছর কারো ইশারায় ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছি।

ডা. শফিক বলেন, ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় ও সামাজিক শান্তিপূর্ণ অনুষ্ঠান থেকে বঞ্চিত করার অর্থই হচ্ছে আজকে দেশের রাজনীতিতে ভদ্রতা, শিষ্টাচার ও সহনশীলতা বলতে কিছুই থাকল না।

তিনি বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।  এ আচরণের বিচারের ভার আমরা দেশের ১৬ কোটি মানুষের ওপর ছেড়ে দিলাম।  

জামায়াত নেতা বলেন, এ ঘটনার আগে পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকগণের সম্মানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল হতে পারেনি।

তিনি বলেন, আমরা সম্মানিত ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশ করছি, যাদের আমরা দাওয়াত দিয়েছিলাম এবং তারাও আমাদের দাওয়াত সাদরে গ্রহণ করেছিলেন।  একান্ত বাধ্য হয়েই আমরা অপারগতা প্রকাশ করছি।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে