মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৭:৫৯:৫২

ডিভি লটারিতে ভাগ্য খারাপ বাংলাদেশি মানুষের

ডিভি লটারিতে ভাগ্য খারাপ বাংলাদেশি মানুষের

ঢাকা : ডিভি লটারিতে ভাগ্য খারাপ বাংলাদেশি মানুষের।  এ কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।

তিনি বলেছেন, লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে যাওয়ায় এ মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই।  

তিনি বলেন, আগামী পাঁচ বছরেও এ সুযোগ আসার কোনো সম্ভাবনা নেই।  ভবিষ্যতে আর কখনো এ সুযোগ নাও আসতে পারে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াতি সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়।  সেখানে বলা হয়, ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন।  কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করতে পারেন।

গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে।  যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে বলেও জানানো হয়।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে