বুধবার, ১৫ জুন, ২০১৬, ১০:০৪:২৩

পুলিশ খুনের আসামী বন্দুকযুদ্ধে নিহত

পুলিশ খুনের আসামী বন্দুকযুদ্ধে নিহত

নিউজ ডেস্ক : পাবনার পুলিশ হত্যা মামলার প্রধান আসামী রুবেল হোসেন (২৫) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার  রাত ৩টার দিকে জেলার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। নিহত রুবেল উপজেলার দিয়ার বাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ বলছে, নিহত রুবেল পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার প্রধান আসামি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার প্রধান আসামি রুবেল হোসেনকে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল রেললাইনের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে আরেক আসামি ইবরা হোসেনকে গ্রেপ্তারের জন্য পদ্মার চরে অভিযানে যায় পুলিশ।

সেখানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি ছোড়ে অপর আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় রুবেল পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ রুবেলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক ও ৩ কনস্টেবল আহত হয়েছে। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের গত ৪ অক্টোবর রাতে ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলামকে (৩৫) হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ৫ অক্টোবর সকালে পাকশী পেপার মিলস কলোনি সংলগ্ন হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে