নিউজ ডেস্ক : নূরনবী শাওন (৩৫) নামে এক যুবলীগে কর্মীকে দলের অন্যান্য কর্মীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলায় মঙ্গলবার (১৪ জুন) রাতে বাসাবাড়ী বাজারে এ ঘটনায় ঘটে।
নূরনবী সোনাপুর ইউনিয়নের মৃত সফিক মিয়ার ছেলে। তিনি ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য।
দলীয় নেতাকর্মীরা জানায়, গত সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির মেয়াদ থাকার পরেও গত ৬ জুন তাদের না জানিয়ে গোপনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা যুবলীগ। পরে নূরনবী শাওন নিজেকে উপজেলা কমিটির প্রভাবশালী সদস্য দাবি করে বিলুপ্ত কমিটির কয়েকজন কর্মীকে ইউনিয়নের নেতা বানানোর কথা বলে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।
এদিকে গোপনে ওই কর্মীরা জানতে পারে যে নতুন আহ্বায়ক কমিটিতে তারা কোনো নেতা হচ্ছে না। পরে তারা সকলেই একসঙ্গে হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নূরনবীকে বাসাবাড়ী বাজারে আটক করে টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি হলে স্থানীয় নেতাকর্মীরা সবাই মিলে নবীকে হাতুড়িপেটা করে।
পরে রাত ৮টার দিকে নবীকে নিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল ঘটনাস্থলে গেলে স্থানীয় নেতাকর্মীরা ফের নবীকে পিটুনি দিয়ে শাকিলকে অবরুদ্ধ করে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে।
এ ঘটনায় নূরনবী বলেন, ‘এখনও তেমন কোনো মারামারি হয়নি। তবে হবে, হলে আপনাদের আগেই আমি জানাবো। অপেক্ষায় থাকেন।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন