বুধবার, ১৫ জুন, ২০১৬, ০১:০৯:৫০

ফিতরার পরিমান নির্ধারণ করেছেন আলেমরা

ফিতরার পরিমান নির্ধারণ করেছেন আলেমরা

ঢাকা : চলছে পবিত্র রমজান মাস। রমজানে ফিতরা দেয়ার বিষয়টি নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই ফিতরা নির্ধারণের জন্য একটি বোর্ড গঠন করে বাংলাদেশ সরকার।

এরই ধারাবাহিতকা ছিলো এবারও। বোর্ড মিটিংয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা ফিতরার পরিমান নির্ধারণ করেছে। আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমকে জানানো হয়েছে এই বিষয়টি।

এবারের সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা।

প্রসঙ্গত, অসহায় ও দুস্থদের ফেতরা দেয়া যাবে। গরীব আত্মীয় স্বজনদেও যাকাতের ন্যায় ফিতরা প্রদানের বিধান রয়েছে ইসলামি শরিআয়।
১৫ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে