বুধবার, ১৫ জুন, ২০১৬, ০২:৪৭:১৯

বাংলাদেশে কোনো আইএস নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো আইএস নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : জঙ্গি দমনে গত শুক্রবার থেকে শুরু হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। এই অভিযানে গত চার দিনে প্রায় সাড়ে ১১ হাজার লোক আটক হয়। এরমধ্যে ১৪৫ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এদিকে চলমান অভিযান প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চলমান সাঁড়াশি অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। নিরপরাধী কাউকে ধরা হয়নি।

বুধবার (১৫ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট অভিযানে গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী তাকে ওই কথা বলেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ৬৩০টি থানা রয়েছে। প্রতিটি থানায় প্রতিদিন ২০ জন করে গ্রেপ্তার করা হলেও ১২ হাজার ৬০০ হয়।’   

তিনি আরও বলেন, ‘আগে প্রতিদিন কমবেশি ২ হাজারের মতো আটক করা হতো। কাজেই এই ফিগার মেলালে খুব বেশি হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল, তাই তাদের ধরা হয়েছে। জঙ্গিদেরও ধরা হয়েছে।’

তবে ‘নিরপরাধ’ লোকজন গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন মহলের এ অভিযোগের কথা জানালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘কোন নিরপরাধ ধরা হয়নি। নির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের ভিত্তিতে ধরা হয়েছে। যদি কেউ নিরপরাধ হন তাহলে সেটা আদালত সিদ্ধান্ত নেবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন নিরপরাধ কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ করেই আমার অফিসে এসেছেন। নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। গত পরশু মার্কিন যুক্তরাষ্ট্রে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে আমরা ব্যথিত; এই কথা তাকে জানিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘ওই হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যুক্তরাষ্ট্রে কোনো আইএস নেই। আমরাও বলছি, বাংলাদেশে কোনো আইএস নেই’।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাস একটি গ্লোব থ্রেট (বিশ্বব্যাপী হুমকি)। এটা একসাথে মোকাবিবেলা করার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। এ ব্যাপারে তিনি একমত হয়েছেন।’
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে