বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৯:০১:৪০

বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে মারামারি

বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে মারামারি

ঢাকা : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বান্ধবীকে নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ‘পরীক্ষা দেয়া না দেয়া’ বিষয়ে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর দুই শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন।  আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৫ জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হলের নিচ তলায় এ ঘটনা ঘটে।

দুপুরে ঘটনার পর আহতদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা গেছে, পরীক্ষা দেয়া না দেয়া নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাসায় যাওয়ার সময় কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসারের সাথে তার সহপাঠী এক মেয়ের কথা কাটাকাটি হয়।  

এ ঘটনার সূত্র ধরে ওই মেয়ে শিক্ষার্থী তার ছেলেবন্ধু বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম রাব্বী তানভীর দুপুরে তার বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান ও নবাব সিরাজ- উদ-দৌলা হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি গৌতম রায় বিষয়টি নিয়ে কাউসারের সাথে নবাব সিরাজ-উদ-দৌলা হলের নিচে কথা বলছিলেন।

কথা বলার একপর্যায়ে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এমন সময় কাউসার তার ব্যাগের মধ্যে থাকা ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে।  

এসময় সেখানে উপস্থিত তানভীর ও আরাফাত মারাত্মক আহত হন।  এরই মধ্যে হলের নিচে মানুষ জড়ো হয়ে যায়।  অবস্থা বেগতিক দেখে রক্তমাখা হাত নিয়ে দৌড়ে বিশ্ববিদ্যালয়ের পাশেই র‌্যাব-২ এর ক্যাম্পে প্রবেশ করে আত্মসমর্পণ করে কাউসার।

র‌্যাব তাকে তাদের হেফাজতে নিয়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শেকৃবি শাখা ছাত্রলীগের হাতে তুলে দেয়।  পরে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।  

র‌্যাবের কাছে কাউসারের দেয়া জবানবন্দির আলোকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. দুলাল সরকার সাংবাদিকদের বলেন, ছেলেটি বলেছে- গককাল তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয় নিয়ে ফেসবুকে একটু আক্রমণাত্মক পোস্ট দিয়েছিল, যার কারণে আজ সকালে তাকে তানভীর ও আরাফাত সিরাজ-উদ-দৌলা হলে ডেকে পাঠায়।  

সেখানে হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি গৌতম রায়ের উপস্থিতিতে তাকে মারতে থাকে বলে জানান তিনি।

কাউসার অভিযোগ করেছে, এসময় তাদের হাতে ছুরি ছিল।  কাউসার ছুরি কেড়ে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে করতে দৌড়ে পালায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস গণমাধ্যমকে বলেন, শেকৃবির শিক্ষার্থী কাউসার আটক রয়েছে।  মারামারি করায় তাকে আটক করা হয়েছে।

তানভীর ও আরাফাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে