বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০১:৪২:০০

‘গণগ্রেপ্তারে’র প্রতিবাদে বিএনপির কর্মসূচি

‘গণগ্রেপ্তারে’র প্রতিবাদে বিএনপির কর্মসূচি

নিউজ ডেস্ক : জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে ‘গণগ্রেপ্তার’ করা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত ছয় দিনে পরিচালিত অভিযানে ১৫ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার ৬৮২ জনের মতো নেতাকর্মী রয়েছে।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে