নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত দলীয় প্রবাসী নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশে শুক্রবার ঈদ হলেও যুক্তরাজ্যের মুসলমানরা ঈদ উদযাপন করেছেন বৃহস্পতিবার।
স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে বড় একটি তাবুর মধ্যে খালেদার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেশিরভাগ সময়ই নেকাতর্মীদের হৈ চৈ আর কিছু বিশৃঙ্খলার মধ্য্য দিয়ে পালিত হয় খালেদার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ‘কারাগারে’ পরিণত করেছে। বিএনপির যত নেতাকর্মী আছে, ‘প্রত্যেকের নামে’ মামলা দিয়েছে। এই হল বাংলাদেশ, যেখানে মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। কোথায় ঘুমাবে? দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। আমরা আশাবাদী, মানুষই একদিন রাজপথে নেমে আসতে বাধ্য হবে
বেগম জিয়া অভিযোগ করেন, বাংলাদেশে এখন সরকারবিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। পুলিশের মাধ্যমে এ সরকারকে ‘টিকিয়ে রাখা’ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ‘কথা বলতে দেওয়া হচ্ছে না।
এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, এই আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না। উনি গদি ছাড়বেন না। কেন গদি ছাড়বেন না বলেন তো? একটু থেমে জবাবে বলেন, এতো ‘লুটপাট ও খুন’ সরকার করেছে যে ক্ষমতা ছাড়লে তারা ‘পার পাবে না’।
এসময় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানও অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত বিএনপিনেত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসীরা।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি