বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৬:৫০:০২

আমি দুই পক্ষের আক্রমণের শিকার : ইনু

আমি দুই পক্ষের আক্রমণের শিকার : ইনু

ঢাকা : শত্রু –মিত্র দুই পক্ষেরই আক্রমণের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হচ্ছি।  

বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নির্মিত শেখ রাসেল মিলনায়তন উদ্বোধন ও এটুআই কর্মসূচির অধীনে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, এ মুহূর্তে শত্রুপক্ষও আমাকে আক্রমণ করছে।  মিত্রপক্ষও আমাকে আক্রমণ করছে। শত্রুপক্ষ ও মিত্রপক্ষের আক্রমণের শিলাবৃষ্টি এবং হঠাৎ হঠাৎ বজ্রপাতের মধ্যদিয়ে এখানে হাজির হয়েছি আমি।  

তিনি বলেন, আমাকে চিন্তা করতে হয়েছে, আমার ওপর সরকারি দায়িত্ব ন্যস্ত করা আছে।  সরকার তো ঘুমায় না।  সরকার তো ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকে।  

ইনু বলেন, শত্রুপক্ষের আক্রমণই হোক আর মিত্রপক্ষের আক্রমণই হোক- বজ্রপাত আর শিলাবৃষ্টি হোক, আমাকে সময়মতো সরকারের কাজটা সম্পন্ন করতেই হবে।

তিনি বলেন, সরকার সম্প্রতি জঙ্গিবাদ ও সন্ত্রাসের আক্রমণ থেকে যেমন দেশকে রক্ষা করছে, তেমনি তথ্য যোগাযোগ ও প্রযুক্তির প্রয়োগ করে দেশকে ডিজিটাল করছে।  

ইনু বলেন, এ বিষয়গুলো গণমাধ্যমে যদি যথাযথভাবে প্রকাশ করা হয় তাহলে রাষ্ট্র, সমাজ ও জনগণ উপকৃত হবে।  গণমাধ্যমকে সে দায়িত্ব পালন করতে হবে।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে