নিউজ ডেস্ক : হঠাৎ বিশ্বজুড়ে থমকে গেল ফেসবুক। শুধু বাংলাদেশে নয়, লন্ডন, আমেরিকা- কোথাও মেলেনি ফেসবুক পরিষেবা। হোম পেজে লগ ইন করলেই দেখা যাচ্ছে সাদা পেজ। “নিচে লেখা, আমরা যত দ্রুত সম্ভব ফেরৎ আসার চেষ্টা করছি।”
মজার কথা হল, ফেসবুক পরিষেবা যে মিলছে না, সেই খবর তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী মিডিয়া মারফৎ। যেমন ট্যুইটার বা গুগল প্লাস।
টানা ২১ মিনিট স্তব্ধ থাকার পর অবশ্য ফের স্বমহিমায় ফিরে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। তবে কি কারণে হঠাৎ ২১ মিনিট বন্ধ ছিল তা এখনো জানা যায়নি।
এবিসি নিউজ ও দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি, এই ২১ মিনিট বিশ্বজুড়ে ডেস্কটপ, মোবাইল, অ্যান্ড্রয়েড ও আইফোনে ‘নিউজ ফিড’ অ্যাকসেস করা যায়নি। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম সাইটটি ২১ মিনিট বন্ধ থাকায় অনেক ইউজারই ট্যুইটারকে বেছে নিয়েছিলেন নিজেদের মতামত (পড়ুন উদ্বেগ) প্রকাশ করার জন্য।
কোনওরকম আগাম সতর্কতা ছাড়াই এভাবে বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির বিরুদ্ধে বিষোদগারও করেছেন অনেকে। অনেকে আবার জঙ্গি হামলার আশঙ্কাও করছিলেন। তবে সব গেরো কাটিয়ে আপাতত ফের স্বমহিমায় ফেসবুক।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি