নিউজ ডেস্ক : এবার লড়াই হবে এরশাদ ও তার সাবেক স্ত্রী বিদিশার এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। এরই মধ্যে আলামতও পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিলে বিদিশার উপস্থিতি।
প্রয়াত কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
এমন গুঞ্জন এখন জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলগুলোতে। এ গুঞ্জন মূলত শুরু হয় শনিবার বিএনপির দেয়া ইফতার পার্টি থেকে।
বিএনপির ইফতার আয়োজনে কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের জন্য বরাদ্দকৃত টেবিলে বিদিশাকে দেখা গেছে।
দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এখন সরব হতে যাচ্ছেন। আড়ালে আবডালে থেকে নিজেকে তৈরি করেই রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে বিদিশা গণমাধ্যমকে বলেন, আমি আগেও রাজনীতিতে ছিলাম, এখনো আছি। এবার আমি কিছুটা অন্যভাবে আসতে চাই। তবে সবকিছু সময়মতো জানতে পারবেন।
বিষয়টি জাতীয় পার্টির শীর্ষ নেতারা খুব একটা আমলে না নিলেও বিদিশাকে ঘিরে এখন ব্যাপক আলোচনা চলছে মিডিয়াপাড়া ও রাজনীতির টেবিলে।
বিএনপির ইফতার আয়োজনে কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের জন্য বরাদ্দকৃত টেবিলে বিদিশা বসার বিষয়টি রাজনীতিবিদদের মধ্যে কৌতূহল বেড়ে গেছে। অনেকেই বলছেন, বিদিশাকে নিয়ে খেলা তো কেবল শুরু। সামনে কি হয় তা দেখার অপেক্ষায় থাকুন।
জাপার চেয়ারম্যান বিদিশা হলে মহাসচিব কে হবেন এমন প্রশ্নে জাপার কয়েক নেতা বলেন, পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনের মহাসচিব হওয়ার সম্ভাবনাই বেশি।
কাজী জাফরের মৃত্যুর পর জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওটিএমআই ফজলে রাব্বি। তিনি বেশ কিছুদিন দরে অসুস্থ থাকায় বিকল্প হিসেবে কাউকে দেখছে দলটি।
এরশাদের কাউন্টার হিসেবে বিদিশাকেই প্রথম পছন্দ বলে মনে করছেন দলের অনেকে। তাদের মতে, বিদিশা যোগ দিলে মঙ্গল শুধু দলেরই নয় বিদিশার নিজেরও। এতে করে অতীতে বিদিশাকে নিয়ে এরশাদের নেয়া নানা সিদ্ধান্তের প্রতিশোধও নিতে পারবেন।
রাজনীতি মহলে চাপা জিজ্ঞাসা, আসলেই কি বিদিশা জাফর জাপায় চেয়ারম্যান হিসেবে আসছেন?। এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকতে হবে আরো কিছু দিন।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম