ঢাকা : মারা গেছেন সাংবাদিক শাহনাজ মুন্নী ও বিপুল হাসানের বাবা মোফাজ্জল হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাত ২টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অনেক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ শুক্রবার সকাল ৮টায় শাহজাদপুরের বাসাসংলগ্ন জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সাতারপুরে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার বড় মেয়ে শাহনাজ মুন্নী বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এর প্রধান বার্তা সম্পাদক এবং বড় ছেলে বিপুল হাসান একটি অনলাইন নিউজপোর্টালের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
ছোট ছেলে মাশফিকুল হাসান পেশায় চিকিৎসক এবং ছোট মেয়ে পান্না গৃহিণী।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম