শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৮:৫৬:৫৭

খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের আহ্বান হাছান মাহমুদের

খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের আহ্বান হাছান মাহমুদের

ঢাকা : জঙ্গিবাদ বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, এদেশে জঙ্গিবাদের উত্থান খালেদা জিয়ার শাসনামলেই।  জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও অর্থের যোগানদাতাও তিনি।  তার দলের নেতারাও জড়িত।  গুপ্তহত্যায় জড়িত সন্ত্রাসীদের খালেদা জিয়া আশ্রয় দিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গি-সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু করতেই বিএনপি নেত্রী ও তার দলের নেতাদের নর্তন-কুর্দন শুরু হয়ে গেছে। প্রতিদিন তারা সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে কথা বলছেন।  জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালে বিএনপির এত মাথাব্যথা কেন?

তিনি বলেন, দেশে সংঘটিত গুপ্তহত্যাগুলো বিএনপি-জামাতের ষড়যন্ত্রেরই অংশ।  তারা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে।  আসল সত্য বেরিয়ে আসার ভয় থেকেই বিএনপি নেত্রী ও তার দলের নেতারা অভিযানের বিরুদ্ধে কথা বলছেন।'

আওয়ামী লীগের এই নেতা বলেন, যেভাবে পেট্রল বোমাবাজদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিল সেভাবে গুপ্তহত্যাকারী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদারীপুরে জনগণ যেভাবে এক জঙ্গিকে ধরেছে, সেভাবে সারাদেশেও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের সভাপতি জিন্নাত আলি খান জিন্নাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বলরাম পোদ্দার, জাকির আহমেদ, হাসিবুর রহমান মানিক, জিএম আতিক প্রমুখ।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে