নিউজ ডেস্ক : আর দুঃশ্চিন্তা নয়, মোটরসাইকেল চালকদের জন্য দারুণ সুখবর। এবার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে রাস্তায়।
নিবন্ধনের জন্য আর সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন কার্যালয়ে যেতে হবে না। দালালের খপ্পরেও পড়তে হবে না।
মোটরসাইকেল নিবন্ধন সহজ করতে গ্রাহকের কাছেই আসছে বিআরটিএ। চালু হচ্ছে স্পট নিবন্ধন। আগামী ২৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে করা যাবে নিবন্ধন।
শুক্রবার বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পট নিবন্ধন করতে চাইলে মোটরসাইকেল কেনার সব কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
আনতে হবে মোটরসাইকেলও। ব্যক্তিগত মোটরসাইকেল না হলে প্রতিষ্ঠানের প্যাডে মালিকানার সদন আনতে হবে। টাকা জমা দেয়া যাবে নিকটস্থ ব্যাংকের শাখায় কিংবা বুথে।
১২৫ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনে ১২ হাজার ৭৩ টাকা লাগবে। ১০০ সিসি পর্যন্ত লাগবে ৯ হাজার ৭৩ টাকা।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম