নিউজ ডেস্ক : ‘আপনাদের শরীরে শক্তি আর সংখ্যায় বেশি বলে আমাদের উপেক্ষা করবেন না। সংখ্যায় কম হলেও আমরা আপনাদেরই মতো মানুষ। আপনাদেরই মতো আমরাও দেশকে ভালোবাসি, আপনাদেরই মতো আমরাও অধিকার নিয়ে বাঁচতে চাই।’ রাজধানীতে এক বিক্ষোভ ও মানববন্ধনে একথা জানান জাগো হিন্দু’র নেতারা।
সম্প্রতি হিন্দুসহ প্রগতিশীল মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে জাগো হিন্দু ও বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ।
স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা ও মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল বলেন, ৪৫ বছর ধরে হিন্দু কোন রাজাকার পাওয়া যায় না, কোন হিন্দু দেশের কোন সম্পদ নষ্ট করে নায় এর থেকে বুঝা যায় হিন্দুরা দেশ প্রেমিক। তাদের ভিতর দেশপ্রেম মরনের পূর্বে পর্যন্ত বিদ্যমান।
সংখ্যালঘুদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মনোরঞ্জন ঘোষাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই সব জঙ্গিদের শাস্তির আয়তায় আনুন এবং হিন্দুসহ সকল সংখ্যালঘুদের বাঁচান। যদি হিন্দুদের এই দেশ থেকে বিতারিত করা হয় তবে এই দেশও সিরিয়া ও ইরাকের মত হতে বেশি সময় লাগবে না।
সংগঠনের সহ-সভাপতি বিধান চন্দ্র বলেন, আমরা এইদেশে হাজারো বছর ধরে বাস করছি। এই দেশ আমাদের। এই দেশের সকল ধর্ম বর্ণের মানুষ আমাদের ভাই, আমাদের পড়শী, আমাদের স্বজন। আমরা সকলকে নিয়ে, সকলের অধিকার নিয়ে এইদেশে বাঁচতে চাই।
তুষার কান্তি বলেন, নিরহ হিন্দু ও ধর্মগুরুদের না মেরে পারলে আমাদের মার। আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের চাঁপাতি দিয়ে মার।
সিদ্ধার্থ সিধু বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও আজও স্বাধীনতার স্বাদ পেলো না মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিন্দু সম্প্রদায়। আজ পুরোহিত হত্যা হচ্ছে, কাল মা-মেয়েকে ধর্ষণ করছে। ঘরের মা-বোন আজ নিরাপদ না, পবিত্র উপসনালয় আজ নিরাপদ না, প্রতিটি হিন্দু আজ এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে।
পুজন চন্দ্র বলেন , ১৯৪৭ থেকে এখন অব্দি হিন্দুদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। যখন যে সরকার আসে তারাই হিন্দুদের ভোগ করে। মাননীয় প্রধান মন্ত্রী আপনি হিন্দুদের রক্ষা করুন। মনে রাখবেন বাংলাদেশের হিন্দুদেরও বন্ধু আছে তারা বন্ধুহীন নয়। তাদের বন্ধু হীন ভাবলে সেটা আপনার জন্যই অমঙ্গল বয়ে আনবে।
সরকারের কাছে সম্প্রতি হত্যাকাণ্ড ও হামলার সুষ্ঠ বিচার ও হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবী করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ জয়ধর ও সাংবাদিক বিশ্বজিৎ দত্ত।
পরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণকান্ত বৈরাগির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে টিএসসি ঘুরে ছবিরহাটে এসে শেষ হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বিজন কুমার বৈশ্য। আরো বক্তব্য রাখেন কৃষ্ণকান্ত বৈরাগী, পুজন চন্দ্র, তন্ময় তনু, পার্থ দাশ, নীলরতন, সুমনসহ অনেকে।
১৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস
১৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস