শনিবার, ১৮ জুন, ২০১৬, ০৪:১৯:৫৫

হিন্দু হত্যা রুখতে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস ভারতের

হিন্দু হত্যা রুখতে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস ভারতের

নিউজ ডেস্ক : বাংলাদেশ মুসলিম প্রধান দেশ৷ সে দেশে হিন্দু ধর্ম প্রচার করলে পরিণতি মৃত্যু৷ বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের মহারাজকে এরকমই হুমকি দিয়েছিল কথিত আইএস জঙ্গিরা৷ আর এই ইস্যুতেই বাংলাদেশকে সবরকম নিরাপত্তার আশ্বাস দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিলো ভারত৷ ভারতের জাতীয় সংবাদ সংস্থা এএনআই’য়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন।

বেশ কিছুদিন ধরেই একের পর এক মৌলবাদী কার্যকলাপের ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ খুন হয়েছেন বহু মুক্তমনা ব্লগাররা৷ সম্প্রতি নিত্যরঞ্জন পাণ্ডে নামে এক বর্ষিয়ান আশ্রম কর্মীর মৃত্যুর পর বাংলাদেশের মুসলিম ধর্মগুরুরাই এই ধরনের হত্যার প্রতিবাদে সামিল হন৷ তাদের বক্তব্য ছিল, ভিন্নধর্মীদের হত্যা করা ইসলামবিরোধী৷

এসব বিষয়ে ভারত কিছু প্রতিক্রিয়া জানানোর আগেই আইএস জঙ্গিদের চিঠি এলো হিন্দু ধর্ম প্রচারের বিরোধিতা করে৷ আই জঙ্গিদের সক্রিয়তা নিয়ে এর আগেও উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশে৷ এই প্রেক্ষিতে বাংলাদেশকে সবরকম নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ এ কথা জানিয়ে বলেন, ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত ইতিমধ্যেই সেখানকার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেছে৷ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে৷

১৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে