শনিবার, ১৮ জুন, ২০১৬, ০২:১৮:৩৫

মোদির হস্তক্ষেপ কামনা কি দেশবিরোধী উস্কানি নয়: আওয়ামী লীগ এমপি

মোদির হস্তক্ষেপ কামনা কি দেশবিরোধী উস্কানি নয়: আওয়ামী লীগ এমপি

নিউজ ডেস্ক : বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হস্তক্ষেপ চেয়ে’ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্তের কথিত বক্তব্য নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য। হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি উস্কানি দিচ্ছেন?

শনিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এই প্রশ্ন তোলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ‘পাকিস্তানপন্থিদের মতো’ কথা বলেছেন বলেও মন্তব্য করেন এমপি আব্দুল মজিদ খান।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত নরেন্দ্র মোদির কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চান বলে বলে সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে খবর আসে ভারতের গণমাধ্যমে।

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট মজিদ খান বলেন, বিএনপির সময়ে তারা (হিন্দু) দুর্গাপূজা করতে পারত না। সারা বাংলাদেশের মানুষ তাদের পেছনে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পেছনে ছিল। আজ তারা স্বচ্ছন্দে ধর্ম পালন করতে পারে।

রানা দাশগুপ্তকে নিয়ে ওই খবরের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন,  সংখ্যালঘুদের রক্ষায় প্রতিবেশী কোনো রাষ্ট্রনায়কের কাছে আর্জি জানানোর দরকার নেই। এজন্য বর্তমান সরকারই ‘যথেষ্ট’।
১৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে