ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
শনিবার সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে বৈঠক।
বৈঠক শেষে নিলু নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জানা যায়, বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় এনডিএফের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান নিলু।
আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ইফতার মাহফিলে তার পক্ষে প্রতিনিধি উপস্থিত থাকবে বলে জানান।
আগামী ২৭ জুন রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে এনডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠানের কথা রয়েছে।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম