ঢাকা : ঢাকার উত্তরায় বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে চাইনিজ পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের
একটি খাল থেকে এসব অস্ত্র উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০৮টি চাইনিজ পিস্তল, ২৫০টি ম্যাগজিন ও ১০০০টি গুলি রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম