রবিবার, ১৯ জুন, ২০১৬, ০২:১৭:৪৫

এইসব বন্দুকযুদ্ধ কিসের আলামত : এরশাদ

এইসব বন্দুকযুদ্ধ কিসের আলামত : এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশ আজ আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যা আমাদের জন্য লজ্জাকর।’

তিনি বলেন, ‘একসময় শুনেছি ক্রসফায়ার। এখন শুনছি বন্দুকযুদ্ধ। এসব কিসের আলামত? তারা কি মানুষ না? বিচার পাওয়ার অধিকার কি তাদের নাই? দেশে এত রক্তপাত, এ জন্য পরিবর্তন দরকার। মানুষও আজ পরিবর্তন চায়।’

গতকাল রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী জাপার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবু, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, কাউন্সিলর হেলেনা আক্তার, খালেদা আলম, নাজমা বেগম, জাপা নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সুলতানা লিপি, শাহনাজ পারভীন, মোহাম্মদ স্বাধীন প্রমুখ।

এইচ এম এরশাদ বলেন, রমজান মাসে সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কোনো সন্ত্রাসী ধরা পড়েনি। তিনি বলেন, রাজধানীজুড়ে আবর্জনা। এ যেন আবর্জনার শহর। পৃথিবীর কোথাও এই দুরবস্থা নাই। এ থেকে মুক্তি পেতে হলে ঢাকাকে রাজধানীর বাইরে নিয়ে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ বলেন, দেশের মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। মানুষের জানমালের নিরাপত্তা দায়িত্ব সরকারের, এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে মানুষের ভেতর ক্ষোভ বাড়বে। -বিডি প্রতিদিন
১৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে