শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২১:২১

রাজধানীতে কোরবানি পশু জবাই করতে গিয়ে আহত ২৫

রাজধানীতে কোরবানি পশু জবাই করতে গিয়ে আহত ২৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানির সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে কোরবানির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (এএসআই) সেন্টু চন্দ্র দাশ।


তিনি জানান, রাজধানীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে ২৫ আহত হয়েছে। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, যাত্রাবাড়ীর থেকে আসা আবুল কালাম (৫০)। তার সমস্যা হল গরু কোরবানির সময় ছুরি হাতে লাগে, এতে হাতের অনেকটা অংশ কেটে যায়। গরু জবাইয়ের সময় লাথিতে খেয়ে চিকিৎসা নিতে এসেছেন লালবাগের মনির হোসেন ও বরকত আলী।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে