রবিবার, ১৯ জুন, ২০১৬, ১১:৪৬:২৫

পুরস্কার ঘোষিত আরও এক জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত

পুরস্কার ঘোষিত আরও এক জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক বিজ্ঞানলেখক ও ব্লগার অভিজিৎ হত্যামামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ওই যুবককে ‘অজ্ঞাতপরিচয়’ বললেও ১১টার দিকে পুলিশ তার পরিচয় প্রকাশ করে। নিহত ওই যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য শরীফ ওরফে হাদি।

সাম্প্রতিক সময়ে ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন আনসারুল্লাহর যে ছয় সদস্যকে ধরতে পুলিশ ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, শরীফ তাদের মধ্যে ‘মোস্ট ওয়ান্টেড’।

গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মাসরুকুর রহমান খালিদ এ খবর নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, আনসারুল্লাহ ৬ সদস্যের মধ্যে সবচেয়ে বিপজ্জনক খুলনার শরীফ। সে জাগৃতি প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমান বাবু, সূত্রাপুরে অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদ এবং কলাবাগানে জুলহাজ মান্নান ও তনয় হত্যার অন্যতম পরিকল্পনাকারী। সিসিটিভি ফুটেজে অভিজিৎ রায় হত্যাকাণ্ডে শরীফের উপস্থিতিরও প্রমাণ পেয়েছে ডিবি।

গত ১৯ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড ছয় জঙ্গির নাম-ঠিকানা ও ছবি প্রকাশ করে। তারা হল — শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ। ওই ছয় জঙ্গির প্রথমেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরীফের নাম ছিল।

ডিএমপির ওয়েবসাইটে শরীফকে এবিটির গুরুত্বপূর্ণ শীর্ষ সংগঠক উল্লেখ করে বলা হয়, সে সংগঠনে শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ নামে পরিচিত। তার বাড়ি বৃহত্তর খুলনা অঞ্চলে। সে সংগঠনের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেয়া ছাড়াও আইটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।-বাংলামেইল
১৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে