রবিবার, ১৯ জুন, ২০১৬, ০১:০৭:০৯

দক্ষিণাঞ্চলে আরও ৩টি চীন মৈত্রী সেতু নির্মাণ হচ্ছে

দক্ষিণাঞ্চলে আরও ৩টি চীন মৈত্রী সেতু নির্মাণ হচ্ছে

নিউজ ডেস্ক : বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আর তিনটি বাংলাদেশ-চীন মৈত্রী নির্মাণ করা হবে। রোববার (১৯ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ব্যাপারে চীনের সঙ্গে এক সমঝোতা চুক্তিসই হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিবাগের সচিব এমএএন ছিদ্দিক এবং চীনের পক্ষে চীনা প্রতিনিধি লি গুয়াংজু  ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘দেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে সড়ক-সেতু নির্মাণে চীনের অংশগ্রহণ দীর্ঘদিনের। ইতোমধে চীনের অর্থায়নে ৭টি মৈত্রী সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণের বিস্তারিত নকশা প্রণয়নের গত সপ্তাহে চুক্তি সই হয়েছে।’

আজ (রোববার-১৯ জুন) আরও ৩টি মৈত্রী সেতু নির্মাণে চীন সরকার অর্থায়ন করবে। এটি কোনো ঋণ নয়। শুভেচ্ছার নিদর্শন স্বরুপ সরাসরি অনুদান। এজন্য আমি চীনের জনগণ এবং সরকারকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মন্ত্রী জানান, সমঝোতা চুক্তি অনুযায়ী চীন সরকারের নিয়োজিত প্রতিষ্ঠান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বিশেষ করে পটুয়াখালী, বাগেরহাট এবং খুলনা জেলার এ তিনটি সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে। আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যে সেতু ৩টির কাজ শুরু হয়ে আগামী ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশাপ্রকাশ করেন সেতুমন্ত্রী।
১৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে