ঢাকা : হঠাৎ দিল্লি সফরে কেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন প্রশ্ন অনেকের। তিনি যে দিল্লি যাচ্ছেন এ ব্যাপারে দলীয়ভাবে কিছু জানানো হয়নি।
তবে তিনি ব্যক্তিগত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন এটাই জানা গেছে।
রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ
দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হন এরশাদ।
এটি তার ব্যক্তিগত সফর। ২২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম