ঢাকা : নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্যানেলে থাকা ২৬ হাজার প্রার্থীকে আগামী এক বছরের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
রোববার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান জানান, গত দুই বছরে আমরা ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুসারে আরো প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এক বছরের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সংসদে বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করায় নতুন কারিকুলাম তৈরির কাজ চলছে। দেশে যেসব জরাজীর্ণ স্কুল রয়েছে সেগুলো ২০১৮ সালের মধ্যে ঠিক সংস্কার করা হবে বলে জানান তিনি।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম