ঢাকা : মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।
রোববার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে এ রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন তিনি।
মীর কাসেম আলীর ছেলে ও তার আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, যেসব অভিযোগে দণ্ড দেয়া হয়েছে, সেগুলো থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন গ্রেফতারের পর ট্রাইব্যুনালের নির্দেশে জামায়াতের কোষাধ্যক্ষ মীর কাসেম আলীকে কারাগারে পাঠানো হয়।
পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় তার বিচার প্রক্রিয়া।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগ আনেন প্রসিকিউশন।
পরে বিচার শেষে ১০টি অভিযোগ প্রমাণিত উল্লেখ করে ট্রাইব্যুনাল রায় দেন ২০১৪ সালের ২ নভেম্বর।
এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। আপিলে তার খালাস চাওয়া হয়।
গত ৮ মার্চ আপিল আংশিক মঞ্জুর করে তার ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। আপিলের রায়ে ১১ নম্বর অভিযোগে তার ফাঁসি বহাল রাখা হয়।
এ অভিযোগটি ছিল কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, ডালিম হোটেলে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেয়ার অপরাধ সংক্রান্ত।
সংশ্লিষ্ট বিচারকদের স্বাক্ষরের পর গত ৬ জুন রাত পৌনে ৮টার দিকে তা প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে মধ্যরাতে ওই পরোয়ানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। ৭ জুন সকালে কারাগারের ফাঁসির সেলে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনানো হয়।
গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে রয়েছেন। তিনি ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম