ঢাকা : বিএনপি জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার পার্টির আয়োজন করেছিল।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইফতার পার্টির অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা ছিল।
কিন্তু হঠাৎ করে সেই ইফতার পার্টি বাতিল করতে বাধ্য হন এনপিপি ২০ দলীয় জোট অংশের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেন, সরকারের চাপে হোটেল কর্তৃপক্ষ ইফতার অনুষ্ঠান বাতিল করেছে। অন্য কোথাও শিফট করেও লাভ নেই। বেগম খালেদা জিয়া থাকলে তো অনুষ্ঠান করতে দেবে না সরকার। তাই আপাতত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম