ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ। খাদ্য মন্ত্রণালয় থেকে দপ্তর বদলিয়ে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
রোববার বিয়ষটি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে দুপুরে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে এ দপ্তরের দায়িত্ব দিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী মারা যান। এরপর মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।
গত ১১ মে প্রমোদ মানকিন মারা যান। এতে মন্ত্রিশূন্য হয়ে পড়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এরপর এ মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর হাতে।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম