ঢাকা : হঠাৎ যুবদলের ঝটিকা মিছিলে কাঁপলো রাজপথ। রাজধানীর নয়াপল্টনে মিছিল বের করে তারা। ক্ষমতাসীন সরকারের আমলে যুবদলের ঘোষণা ছাড়াই এভাবে মিছিল বের হওয়ায় অনেকের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছিল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রধানমন্ত্রী ‘কটূক্তি’ করেছেন অভিযোগ এনে এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে যুবদল।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল ঝটিকা মিছিল করে। এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, দক্ষিণের সহ-সভাপতি মো. শরিক হোসেন, তেজগাঁ শিল্পাঞ্চল থাকা যুবদলের সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান দুলাল প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুলাঙ্গার। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ব্রিটিশ সরকার কেন তাকে সেখানে জায়গা দিয়েছে জানি না।’
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম