ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখনো রূপ পাল্টাননি। পেট্রলবোমা মেরে মানুষ হত্যার পর এখন গুপ্তহত্যার নেপথ্যে অবস্থান নিয়েছেন।
১৯ জুন রোববার বিকেল ৩টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম গেটে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে এসব কথা বলেন তিনি।
জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতাকর্মীরা।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহনণ না করে পেট্রলবোমার তাণ্ডব চালিয়েছিল। সরকার পতনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন গুপ্তহত্যায় নেমেছেন। বেগম জিয়া তার রুপ পরিবর্তন করতে পারেননি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জেপির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম ও গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম