সোমবার, ২০ জুন, ২০১৬, ০৮:০৭:৫৯

‘ঝিকঝাক হাতিরঝিলে চলবে এবার নৌকা’

‘ঝিকঝাক হাতিরঝিলে চলবে এবার নৌকা’

ঢাকা : রাজধানীর ঝিকঝাক বিনোদনকেন্দ্র হাতিরঝিলে চলবে এবার ব্যাটারিচালিত নৌকা। সৌন্দর্যবর্ধনে কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।  এ কথা সংসদে জানিয়েছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

২০ জুন সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।  এর আগে সকাল সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকার আইকন হাতিরঝিল এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে।  সেখানে একটি অপেরা হাউজ নির্মাণ করা হচ্ছে।  বাস সার্ভিস চালু হলেও এখন চালু হবে ব্যাটারিচালিত নৌকা।  বিজয়নগর থেকে ঝিলমিল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ সম্পন্ন হবে।  সব সুযোগ সুবিধা-সম্বলিত এটি একটি নতুন ও আধুনিক শহর হবে। এখানে ৬২০০০ এপার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে।  এ ছাড়া ঝিলমিল ও উত্তরা প্রকল্পের কাজও ২০১৭ সালের মধ্যে শেষ হবে।

২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনার ১০ম দিন সোমবার আরো অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সরকারি দলের ছানোয়ার হোসেন, মো. একাব্বর হোসেন, জেবুন্নেসা আফরোজ, সামছুল আলম দুদু, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফিরোজা বেগম (চিনু), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, পীর ফজলুর রহমান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল ও স্বতন্ত্র সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
২০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে