মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ১২:৫৭:৫২

দ্রুত নিষ্পত্তির আরজি রাষ্ট্রপক্ষের

দ্রুত নিষ্পত্তির আরজি রাষ্ট্রপক্ষের

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে করা জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়। আবেদনে দ্রুত রিভিউ নিষ্পত্তির আরজি জানানো হয়েছে।

রবিবার সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন এই জামায়াত নেতা। রিভিউ আবেদনে সর্বোচ্চ সাজার বিরুদ্ধে মোট ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি কারণ দেখিয়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন তিনি।

মীর কাসেম আলী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। জামায়াতে ইসলামী একে রাজনৈতিক প্রতিহিংসার বিচার বলছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
২১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে