মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৪:১১:০২

বাস বন্ধ থাকায় রোজা নিয়ে চরম ভোগান্তিতে বাসযাত্রীরা

বাস বন্ধ থাকায় রোজা নিয়ে চরম ভোগান্তিতে বাসযাত্রীরা

ঢাকা : একদিকে প্রচণ্ড তাপদাহ অন্যদিকে বাস চলাচল না করায় রোজা রেখে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ।  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে কোনো ধরনের বাস চলাচল করছে না।

সোমবার মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল না করায় বিপাকে পড়েছে যাত্রীরা।  এর মধ্যে রয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও সিলেটগামী বাস।  চিটাগাং রোডে চলাচলকারী গাড়িগুলোও বন্ধ রয়েছে।

জানা গেছে, গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে সোমবার দুপুরে শ্রমিকদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  এ কারণে গতকাল সোমবার তিন ঘণ্টা হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ ছিল।  বিকেলে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।

গতরাতে ওই কার্যালয় দখল নিয়ে উভয় পক্ষে দুই দফা বৈঠক হয়।  কিন্তু বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় মধ্যরাত থেকেই দূরপাল্লা ও সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।  ঢাকার আশপাশের যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে ভ্যানে করে যাতায়াত করতে হচ্ছে।  দূরের যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।  শ্রমিকদের সিদ্ধান্তের কারণে এটা হয়েছে।  
 
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, যে অফিসটি নিয়ে বিরোধ সেটি ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের। আদালতের মাধ্যমেই মীমাংসিত হয়েছে।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে