ঢাকা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ক্ষমতার লোভে ইসলামের চিরশত্রু ইসরাইলের সাথে হাত মিলিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি যে এদেশেরই দুশমন তা নয়, ইসলামেরও দুশমন।
আগুনসন্ত্রাসে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
২১ জুন মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
সাহারা খাতুন বলেন, জঙ্গিবাদের ধোঁয়া তুলে বিএনপি-জামায়াত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে টাকা নিয়ে দেশে খুন-খারাবি চালাচ্ছে। যে বিএনপি ইসলামের চিরশত্রু ইসরাইলের সাথে হাত মেলাতে পারে, তাদের পক্ষে সবই সম্ভব।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। গুপ্তহত্যা চালিয়ে খালেদা জিয়া সরকারকে উৎখাত করতে পারবে না।
বাজেট প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সর্বক্ষেত্রে উন্নয়নের বাস্তবসম্মত পদক্ষেপ ফুটে উঠেছে। এ বাজেট শুধু প্রবৃদ্ধি বা উন্নয়ন নিয়ে কথা বলছে না; সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথাও বলছে।
এ সময় তিনি বুদ্ধিজীবীদের সমালোচনা করেন। বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন যারা বাজেট পেশের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাজেট ভালো হয়নি। আরো ভালো হতে পারত।
সাহারা খাতুন বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নিশ্চয়ই তারা গঠনমূলক সমালোচনা করতে পারেন। প্রয়োজনে সরকারকে পরামর্শ দিতে পারেন। কিন্তু বাজেট পেশ হওয়ার সাথে সাথেই কোনো ভালো দিক খুঁজে পান না তারা।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম