ঢাকা : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তবে পরীক্ষার নির্ধারিত তারিখ জানাননি তিনি।
এসময় মেডিকেল ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র করতে কী ব্যবস্থা করা যায় তা জানতে উপস্থিত সবার কাছে পরামর্শ চান স্বাস্থ্যমন্ত্রী।
সভায় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম