ঢাকা : বিএনপির বহিষ্কৃত স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদার রাজনৈতিক জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) আলোচনা সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্ট অডিটরিয়ামে ১৪ দলীয় জোটের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনএ।
অনুষ্ঠানে যোগ দেন ১৪ দলীয় জোটের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনএ-এর কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, বিএনএ-এর মহাসচিব ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহামন, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান ডা. শাহ সম্রাট জুয়েল চিশতী, আমজনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজির আহমেদ, তৃণমূল বিএনপির মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী প্রমুখ।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম