নিউজ ডেস্ক : পবিত্র ঈদ উদযাপন শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর ফিরতি যাত্রার অগ্রিম টিকেট আজ ২৬ সেপ্টেম্বর শনিবার থেকে বিক্রি করবে।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না। বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাগণ স্টেশনে টিকেট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি