বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০১:০৮:৫৫

যুক্ত হচ্ছে নতুন ট্রেন, কমলাপুরে একদিন অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

যুক্ত হচ্ছে নতুন ট্রেন, কমলাপুরে একদিন অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদের আগাম টিকিট বিক্রি বন্ধ থাকবে শনিবার। এদিন ‘সোনার বাংলা’ নামের নতুন একটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আগামী ৪ জুলাইয়ের ঈদের অগ্রিম টিকিট ২৫ জুনের পরিবর্তে বিক্রি হবে ২৬ জুন। আর ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭ জুন।

রেলওয়ে বিভাগের পরিচালক (অপারেশন) শাহ জহুরুল ইসলাম বলেন, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। একদিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।

বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক আমজাদ হোসেন বলেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমলাপুর রেল স্টেশনে নতুন ট্রেন সোনার বাংলা উদ্বোধন করবেন। ফলে ওই দিন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা সম্ভব হবে না। অবশ্যই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

কমলাপুর রেল স্টেশনে টিকিট বিক্রির সার্বিক বিষয়ের খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের মহাপরিচালক বলেন, টিকিট প্রত্যাশীদের বিভিন্ন ভোগান্তির কথা মাথায় রেখে আমরা আমাদের ব্যবস্থাপনার নানা উন্নয়ন করেছি। যাত্রীরা যেন অল্প সময়ের মধ্যেই টিকিট পেয়ে যায় সে জন্য কাউন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকিট বিক্রিও সকাল ৮ টায় শুরু করেছি আমরা।

টিকিটের সংখ্যাও অনেক বেড়েছে জানিয়ে তিনি বলেন, কমলাপুর থেকে প্রতিদিন প্রায় ৪৩ হাজার টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে যেটা অন্যবার ছিলো প্রায় ২৫ হাজার।
২৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে