ঢাকা : সরকারি সিদ্ধান্ত মতে ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর ফিলিং স্টেশনগুলো থেকে যানবাহনে বন্ধ করা হয়েছে গ্যাস সরবরাহ।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানায়।
এদিকে বিভিন্ন ফিলিং স্টেশনে শুক্রবার রাত ১২টার আগেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।
ঈদকে সামনে রেখে ঈদের আগে থেকে পরের তিন দিনসহ মোট সাতদিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হলেও সরকার পরে বিবিয়ানার রক্ষণাবেক্ষণের জন্য ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেয়।
শেভরন পরিচালিত বিবিয়ানা দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। দেশের উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশই আসে এই গ্যাসক্ষেত্র থেকে।
সাধারণত সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকে।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন